হিমসাগর পশ্চিমবঙ্গের একটি বিখ্যাত আম। এছাড়া বাংলাদেশের চারঘাট, বাঘা উপজেলায়, মেহেরপুর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও সাতক্ষীরা জেলাতেও এই আমের চাষ হয়। এই আমের মিষ্টি সুগন্ধ ও স্বাদ পৃথিবীর অন্যান্য আমের থেকে ভিন্ন। তাই সারা পৃথিবীতে স্বাদ ও গন্ধের জন্য এই আম বাণিজ্যিক ভাবে বহুল পরিমাণে চাষ করা হয়। হিমসাগর আম এতোই জনপ্রিয় যে , এই আমকে আমের রাজা বলা হয়। এই আমের ভিতরের রং হলুদ ও কমলা(রং) এবং কোন আঁশ নেই।
আপনাদের মাঝে এবার স্বাদের পণ্য পেজ নিয়ে আসছে ফরমালিন মুক্ত আম। সাথেই থাকুন যোগাযোগ
ফেসবুক 👉🏻 https://www.facebook.com/share/1AS8WaWbaP/
হোয়াটসঅ্যাপ 👉🏻 https://wa.me/8801609976007
হিমসাগর আম জুন মাসে গাছে পাকতে শুরু করে এবং জুনের শেষের দিকে পূর্ণ বাজারজাত করা হয়। এই আম - চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর ভারতের নদীয়া , মুর্শিদাবাদ , মালদহ এবং হুগলীতে চাষ করা হয়।
গঠন
একটি স্বাভাবিক আমের ওজন ২৫০ থেকে ৩৫০ গ্রাম হয়ে থাকে যার ৭৭ শতাংশই হল আমের রসালো অংশ বাকি ২৩ শতাংশ আমের আঁটি। এই উৎকর্ষতাই এই আমের বৈশিষ্ট্য।[৩] হিমসাগর আমের স্বাদ অন্যান্য জনপ্রিয় আম আলফানসো ও ল্যাংড়া আমের থেকে ভাল। এই আমকে ভালবেসে একশোরও ওপর লেখক কবিতা লিখেছেন। ভারত ও বাঙলায় এই আম ছাড়া গ্রীষ্মকাল ভাবাই যায় না।
https://shaderponno.blogspot.com/ গ্রাম বাংলা থেকে সরবরাহ করে থাকি,আমি গ্রামের ছেলে সকল প্রকার খাটি পণ্য আমরা প্রদান করে থাকি, আপনাদের মাঝে এবার স্বাদের পণ্য পেজ নিয়ে আসছে ফরমালিন মুক্ত আম। সাথেই থাকুন গ্রাম বাংলা থেকে সরবরাহ করে থাকি,আমি গ্রামের ছেলে সকল প্রকার খাটি পণ্য আমরা প্রদান করে থাকিগ্রাম বাংলা থেকে সরবরাহ করে থাকি,আমি গ্রামের ছেলে সকল প্রকার খাটি পণ্য আমরা প্রদান করে থাকি।
Comments
Post a Comment